• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সংবাদ প্রকাশের একমাস পর বীর নিবাসের নির্মান কাজ শুরুঃ মুখে হাসি বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী’র

সংবাদ প্রকাশের একমাস পর বীর নিবাসের নির্মান কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দেড় বছর ধরে পৌরসভার পালবাড়ী (পপুলার মোড়) এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ রহমান খাঁন (চাঁন খা)এর বীর নিবাসের নির্মান কাজ বন্ধ ছিল। বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী হেনা বেওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। পত্রিকায় সংবাদ প্রকাশের এক মাসের মধ্যেই গত ৩০ এপ্রিল বীর নিবাস নির্মান কাজ শুরু হওয়ায় মুখে হাসি ফুটেছে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী’র।

অসহায় মুক্তিযোদ্ধা পরিবার সূত্রে জানাযায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের অধীনে বীর নিবাস নির্মান শুরু করে। উপজেলায় প্রথম পর্যায়ের ১১টি নিবাস নির্মানের সিদ্ধান্ত হয়। পৌরসভার পালবাড়ী (পপুলার মোড়) এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ রহমান খাঁন (চাঁন খা)এর পরিবারের জন্য আবাস ভবন নির্মানের কাজ শুরু হওয়ার পরপরই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্প মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এম. ইদ্রিস সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে নির্মান কাজের প্রতিটি স্তরে ১নং ইট, সিমেন্ট, বালু ও খোয়ার অনুপাত মেনে কাজ করার নির্দেশনা রয়েছে। দেশের বীর নিবাস নির্মানে সীমাহীন অনিয়ম ও র্দূণীতির বেশ কয়েটি অভিযোগের কারনে জিরো টলারেন্স নীতি অনুসরনের কঠোর নির্দেশনা দেয়া হয় বলে জানাগেছে।

বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী হেনা বেওয়া সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাড়ি নির্মানের কাজ শুরু করেছে ঠিকাদার। যেভাবে যেভাবে কাজ করার কথা সেই রকম করেই যেন কাজটা করে। ঘরের কাজটা যেন আবার বন্ধ না করা হয়। একটু শান্তিতে যেন নিজের ঘরে মরতে পারি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।