• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

৪ গোলের রাতে শিরোপার আরও কাছে বার্সেলোনা

লা লিগায় বার্সেলোনার সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না। গত ৫ ম্যাচে দুই ম্যাচে হার এবং একটি মাত্র জয় কাতালানদের। এমন পরিসংখ্যান নিয়ে মাঠে নেমেছিলো রিয়াল বেতিসের বিপক্ষে। রায়ো ভায়েকানোর বিপক্ষে আগের ম্যাচে হারে ক্ষোভ যেন পুরো দমে উগরে দিলেন লেভানডফস্কি-রাফিনিয়ারা।
রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমার্ধেই বার্সা ৩-০ গোলে এগিয়ে। বিরতির পর বেতিসের গিদো রদ্রিগেজের আত্মঘাতী গোলে বার্সা জিতেছে ৪-০ ব্যবধানে।

গোল আরও করতে পারত বার্সা। বিরতির পর ৫৭ মিনিটে পেদ্রির পাস থেকে বেতিস গোলকিপারকে একা পেয়ে যাওয়া রবার্ট লেভানডফস্কি বল পোস্টে মারেন। দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেন তখনই। অবশ্য প্রথমার্থের ৩৬ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে গোল করেন পোলিশ তারকা। তাঁর আগে ১৪ মিনিটে রাফিনিয়ার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন বার্সার ডেনিশ সেন্টারব্যাক আন্দ্রেস ক্রিস্টেনসন। চোট থেকে জাভির একাদশে ফেরা ক্রিস্টেনসনের বার্সার হয়ে এটাই প্রথম গোল। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলা রাফিনিয়াও গোল পেয়েছেন জাভির একাদশে ফেরা আরেকজনের পাস থেকে। সের্হিও বুসকেটস।

ম্যাচের ৩৩ মিনিটের মধ্যে ১০ জনে পরিণত হওয়ায় বেতিসের রক্ষণও বার্সার আক্রমণভাগের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি। সেন্টারব্যাক লুইজ ফেলিপে ১২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ায় তাঁর বদলি হয়ে নামেন এদগার গনঞ্জালেস। পরের ২১ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিসের এই ডিফেন্ডার।

১৯৭২ সালে আন্তনিও হিদালগো ও ২০০৩ সালে দেপোর্তিভোর হয়ে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগার অনাকাক্ষিত এক পাতায় নাম লিখিয়েছেন এদগার গঞ্জালেস। লা লিগার ইতিহাসে বদলি হয়ে নেমে প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া তৃতীয় খেলোয়াড় তিনি। প্রথমার্ধে বার্সার পোস্টে কোনো শট নিতে না পারা বেতিসের বিপক্ষে বার্সার একচ্ছত্র দাপটের এ ম্যাচে রেকর্ড হয়েছে আরও।

ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে তুলে ১৫ বছর ২৯০ দিন বয়সী মরক্কোন বংশোদ্ভুত স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে নামান জাভি। ইএসপিএন টুইটে জানিয়েছে, বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়লেন ইয়ামাল।

সে যাই হোক, বিরতির পর লেভা-দেম্বেলেরা সুযোগ নষ্ট করেছেন। চোট থেকে ফেরা ওসমান দেম্বেলেকে বেঞ্চ থেকে নামিয়েছিলেন জাভি। ৮২ মিনিটে বার্সা চতুর্থ গোলটি পেয়েছে আনসু ফাতির ক্রস থেকে। বাইলাইন ধরে দৌড়ে ফাতির ক্রস ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালে জড়ান বেতিসের রদ্রিগেজ। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র ২ গোল করেছিল বার্সা। এই ম্যাচে ৪ গোলের জয়ে জাভির তাই স্বস্তি পাওয়ার কথা।

৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুই দলের হাতেই আর ৬টি করে ম্যাচ। রিয়ালের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে শীর্ষে বার্সা। জাভির দল মাঠে নামার আগে আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।