• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপন সেবা সীমিত করলো কর্তৃপক্ষ

মেটা প্ল্যাটফর্মগুলোর অফিসিয়াল বিজ্ঞাপন সেবা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ‘বন্ধ বা সীমিত’ থাকবে। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিজ্ঞাপন সীমিত হয়ে পড়বে।

মেটা’র বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড বলেছে, চলমান ডলার সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত চলমান থাকবে।

তবে এটা সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে তারা।

মঙ্গলবার গ্রাহকদের দেওয়া চিঠিতে এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল বলেছেন, কোম্পানিটি ডলার পেতে এবং বিদেশে মেটার আয় পাঠাতে সমস্যায় পড়েছে। এর ফলে মেটা প্ল্যাটফর্মে এইচটিটিপুল পর্যাপ্ত অ্যাড স্পেস দিতে পারবে না।

এইচটিটিপুল জানায়, ডিজিটাল বিজ্ঞাপনী গ্রাহকরা বিজ্ঞাপন দেওয়া স্পেস কম অথবা না-ও পেতে পারেন। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছে বলে জানিয়েছে। বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রতিদিন অনেকটা সময় ব্যয় করে ফেসবুকে। ফলে বাংলাদেশে বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফরম হিসেবে আবির্ভূত হয়েছে ফেসবুক।

ফেসবুকসহ সংশ্লিষ্ট মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের স্পেস কমে যাওয়ায় বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন বাংলাদেশের গ্রাহকরা। বিশেষ করে ফেসবুকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।