• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান

শেরপুরে নকলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগাক্রান্ত, প্রতিবন্ধী, দুঃস্থ, অতিদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ পদাতিক ডিভিশন ও মোমেনশাহী স্টেশনের ব্যবস্থাপনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেজর লেপট্যানেন্ট কর্ণেল ইমরান হাসান-এঁর নেতৃত্বে দরিদ্র পরিবারের লোকজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এসব উপহার প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ক্যাপ্টেন নাহিয়ান ও লেপট্যানেন্ট জোহায়েরসহ ১৯ পদাতিক ডিভিশনের আরো অনেকে।

এ সসময় নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী, দুঃস্থ, অতিদরিদ্র দুই শতাধিক নর-নারী এবং ১৯ পদাতিক ডিভিশন ও মোমেনশাহী স্টেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন নাহিয়ান জানান, বিতরণকৃত প্রতিটি পেকেটে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আটা, ২ কেজি গোল আলু, দেড় কেজি (১ কেজি ৫০০ গ্রাম) করে মসুর ডাল, ১ কেজি করে চিনি, ১ লিটার করে সয়াবিন তেল ও আধা কেজি (৫০০ গ্রাম) করে লবন দেওয়া হয়েছে।

মেজর লেপট্যানেন্ট কর্ণেল ইমরান হাসান জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগাক্রান্ত, প্রতিবন্ধী, দুঃস্থ, অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের লক্ষে এসব পন্য সামগ্রী সেবাহিনীর রেশন থেকে কিছু কিছু করে বাচিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, আমাদের রেশন থেকে বাচিয়ে ঈদ উপহার হিসেবে বিতরণ করায় প্রমান হয় যে, প্রতিটি মানুষ চাইলে অল্প অল্প জমিয়ে তা থেকেই অনেক বড় কিছু করতে পারেন। এর জন্য শুধু একটি ভালো মনের দরকার। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যেকোন প্রয়োজনে জনগনের পাশে ছিলো, আছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।