• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর পুলিশের জনতার পুলিশ ষ্টোরে ২ টাকায় ঈদ সামগ্রী

‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার অসহায় হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্নবিত্তদের জন্য ‘‘জনতার পুলিশ ষ্টোর’’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ৫ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ফিতা কেটে ‘‘জনতার পুলিশ ষ্টোর’’ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।

শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুনাক উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য, শেরপুর পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, শেরপুর জেলার অসহায় হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্নবিত্তদের মধ্যে ঈদ-উল-ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে জেলা পুলিশের উদ্যোগে ‘‘জনতার পুলিশ ষ্টোর’’ এর মাধ্যমে মাত্র দুই টাকার (নামমাত্র টোকেন মূল্য) বিনিময়ে ঈদ সামগ্রীর প্যাকেজের আওতায় শাড়ি, লুঙ্গি, চাউল, আলু, তেল, লাচ্ছা সেমাই ও চিনি বিক্রি করা হয়।

উপকারভোগীরা ২ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী ও পোষাক পেয়েছে। এজন্য তারা বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম বলেন, আমরা চেষ্টা করেছি ঈদের আগে ও নববর্ষের দিন অসহায়দের পাশে দাঁড়ানোর। ভবিষ্যতে শেরপুর জেলা পুলিশের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।