• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে সাংবাদিক হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার

শেরপুরে এখন টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল খান সৌরভকে হত্যাচেষ্টার ঘটনার প্রধান অভিযুক্ত আসামী ফুল ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে তার ফুল বাগান থেকে গ্রেপ্তার করেন।

গত ৫ এপ্রিল দুপুরে সাংবাদিক জাহিদুল খান সৌরভ এখন টেলিভিশনে ফুলের বাগান নিয়ে ভিডিও খবর সংগ্রহের জন্য ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া গ্রামে জননী ফ্লাওয়ার গার্ডেনে যান। পরিচয় দিয়ে কুসুম আলী নামে বাগানের এক কর্মচারীকে বাগানের গেইট খুলতে বললে সৌরভের সাথে বিনা কারণেই উগ্র আচরণ শুরু করে।

পরমহুর্তে কুসুম আলী ফোন দিয়ে ফুল বাগানের মালিক মোহাম্মদ আলীকে ডেকে আনলে তিনি কোনো কারণ ছাড়াই খারাপ আচরণ শুরু করে। খারাপ আচরনের প্রতিবাদ করলে এবং এর কারণ জানতে চাওয়ায় কুসুম আলী ও মোহাম্মদ আলী সৌরভকে কিল, ঘুষি ও লাথি মারে।

এক পর্যায়ে সৌরভ মাটিতে পরে গেলে মোহাম্মদ আলী সৌরভের গলায় পারা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্ঠা করে। পরে সঙ্গে থাকা আরেক সহকর্মী কোনরকমে তাকে উদ্ধার করেন।

এ নিয়ে সৌরভ দু’জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করলে ২নং আসামী কুসুম আলীকে গ্রেপ্তার করে ঝিনাইগাতি থানা পুলিশ পরে আদালতে হাজির করা হলে সে জামিনে মুক্ত থাকলেও মোহাম্মদ আলী পলাতক থাকে। পরে আজ শুক্রবার সকালে মোহাম্মদ আলীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

এবিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনার পর থেকে পুলিশ সুপার সবসময় খোঁজখবর রাখছেন। মামলার প্রধান আসামী আত্মগোপনে থাকায় গ্রেপ্তারে বিলম্ব হল। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য শেরপুরের পুলিশ সুপার ও ঝিনাইগাতি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সহ আরও অনেকেই ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।