• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

শেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের (৩২৭৭) মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার দুপুরে শহরের গোপালবাড়ীস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আরিফ রেজা ওই আর্থিক সহায়তা তুলে দেন।

ওইসময় তিনি বলেন, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (৩২৭৭) সবসময় শ্রমিকদের পাশে রয়েছে। এই শ্রমিকরা আমার পরিবারের সদস্যদের মতোই। সুখে-দুঃখে সবসময় আমি আপনাদের পাশে ছিলাম এবং থাকব।

আর্থিক সহায়তা প্রদানকালে জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি মো. বাদশা মিয়া ও বদরুজ্জামান বুদু, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রেসক্লোবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সড়ক দুর্ঘটনা ও অসুস্থতাজনিত কারণে মৃত ট্রাক চালক ও সহকারীদের ৭টি পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে মোট ১ লক্ষ ২০ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার কল্যাণ তহবিল থেকে বর্তমান সভাপতি আরিফ রেজা ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারের মাঝে একটি করে শাড়ী ও চাউলের বস্তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই মরহুম শ্রমিক নেতা সেলিম রেজাসহ সংগঠনের অন্যান্য মৃত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।