• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় চোরাই বৈদ্যুতিক তারসহ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে চোরাইকৃত ৩০০ কেজি সরকারি বৈদ্যুতিক তারসহ পেশাদার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আড়োবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং সোমবার দুপুর ১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার এরশাদ আলী (৩০), সুমন শেখ (২২), কালাম শেখ (২৪), সাব্বির শেখ (২২) ও সোহাগ শেখ (২০)।

বিষয়গুলো মুঠোফোনে নিশ্চিত করেছেন কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ৫ জন সংঘবদ্ধ বিদ্যুতের তার চোর চক্রের সদস্য। রোববার দিবাগত তারা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আড়োবাড়ী গ্রামের বিদ্যুতের খুঁটিতে সংযোগ বন্ধ করে দিয়ে তার কেটে জমা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় সরকারি ৩০০ কেজি এ্যালুমিনিয়াম তার জব্দ করা হয়। জব্দ হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানান ওসি মামুন।

এ প্রসঙ্গে ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বলেন, জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তীর সার্বিক দিকনির্দেশনায় অপরাধীদের ধরতে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।