• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নেত্রকোণা সীমান্তে সুপারি পাচারকালে গুলি, নিহত ১

সুপারি পাচারকালে নেত্রকোণার দুর্গাপুর বারোমারি ক্যাম্পের কালো পাহাড় এলাকায় বিজিবির গুলিতে আমিনুল ইসলাম (৩০) নামের এক চোরকারবারি শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে জায়দুল নামের আরও এক চোরাচালান ব্যবসায়ী (৩৮)। শুক্রবার রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এ সময় চোরকারবারিদের হামলায় বারোমারি বিওপির হাবিলদার মো. মিনহাজ উদ্দিন (৫৩) আহত হওয়ায় আত্মরক্ষাতে দুই রাউন্ড গুলি ছুড়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর রহমান পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের অভ্যন্তরে সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল সুপারি বস্তা মাথায় করে অবৈধভাবে ভারতে পাচার করছিল।

বিজিবি’র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে আত্মরক্ষাতে দুই রাউন্ড গুলি ছুড়ে বিজিবি।

এ সময় ঘটনাস্থল থেকে আহত আমিনুলকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ও আহত জায়দুল হাবিলদার মিনহাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৭ বস্তা সুপারি জব্দ করে বিজিবি।

যদিও নিহত ও আহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিজিবিকে ম্যানেজ করে চোরাচালান হয়ে আসলেও চুক্তির সাথে মিল না থাকার জেরেই গুলি ছুড়েছে বিজিবি।

এ ব্যাপারে নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মিডিয়া লুৎফর রহমান জানান, সীমান্তে সংঘর্ষ হয়ে গুলাগুলিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।