• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রাজধানীতে চিকেনপক্সের প্রকোপ

ভাইরাসবাহী সংক্রামক রোগ চিকেনপক্সের রোগী বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। জ্বর, ক্ষুদামন্দা, ক্লান্তি ও শরীরে ব্যথা নিয়ে আসছে আক্রান্তরা। ঋতু পরিবর্তনজনিত এ রোগে ১২ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হলেও বয়স্ক ও গর্ভবতীদের জটিলতা সবচেয়ে বেশি বলে জানান চিকিৎসকরা।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকেনপক্সে আক্রান্ত হয়ে প্রতিদিন রোগী আসছে ৭ থেকে ৮ জন। প্রায় ১ মাস ধরে এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানান চিকিৎসকরা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আনিসুর রহমান বলেন, অতিমাত্রায় ছোঁয়াচে চিকেনপক্সে আক্রান্তের পেটে, পিঠে এবং মুখে ছোট ছোট লালচে তরলযুক্ত ফোসকা পড়ে। পরে তা শরীরের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়ে। ফুসকুড়ি উঠার দুদিন আগে থেকে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তা সংক্রমিত করে। সংস্পর্শে আসা অন্যরাও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

চিকেনপক্সে আক্রান্ত ব্যক্তিকে এন্টিবায়োটিক না দেবার পরামর্শ দেন চিকিৎসকরা। এছাড়া সংক্রমণ থেকে বাঁচতে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ তাদের।

বৃদ্ধ, গর্ভবতী, ক্যানসার ও ফুসফুসের রোগে আক্রান্তদের এ রোগ হলে দ্রুত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।