• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৮: মাদক ও চাকু উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। প্রেপ্তারদের মধ্যে একজন নারীও আছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এরআগে গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ রাখতে এ অভিযান চালানো হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ। পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ৩৮ জনের মধ্যে মাদক মামলায় ১৬ জন, মাদক সেবী ১২ জন, আইনশৃঙ্খলা পরিবেশ বিঘ্ন করায় ১৫১ ধারায় ৫ জন, পরোয়ানামূলে ৩ জন ও বার্মিজ চাকুসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্সপেক্টর আব্দুর রউফ আরও জানান, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে আড়াই কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা, ফেন্সিডিল ২৪ বোতল ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।