• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

স্বর্ণের চেয়েও দামি এই তরমুজ!

বিশ্বের সবচেয়ে মূল্যবান ফলের নাম কি? জানলে হয়তো অনেকেই অবাক হবেন যে বিশ্বের অনেক কোটিপতিদেরও প্রতিদিন এই ফল খাওয়ার সামর্থ নেই। এটি হল এক বিশেষ প্রকারের তরমুজ। একে ইউবারি মেলন বা ইউবারি তরমুজ বলে। স্বর্ণের চেয়েও দামি এই তরমুজ উৎপাদিত হয় জাপানের একটি বড় দ্বীপ হোক্কাইডোতে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একবার এক জোড়া তরমুজ ৫০ লাখ ইয়েন অর্থাৎ ৩১.৫০ লাখ টাকায় নিলাম হয়েছিল।

ইউবারি সিটি হোক্কাইডোর কেন্দ্রে অবস্থিত। এই শহরে বিশেষ এই তরমুজের চাষ হয়। এই তরমুজকে পৃথিবীর সব তরমুজের রাজা বলা হয়। ইউবারি খুব সুন্দর জায়গা। চারদিক থেকে পাহাড়ে ঘেরা। এখানকার জলবায়ু ও পরিবেশও এখানে উৎপাদিত জিনিসের ওপর বিশেষ প্রভাব ফেলে। দিন ও রাতের তাপমাত্রার ওঠানামার ফলে এই তরমুজের স্বাদ একেবারে অনন্য। তাপমাত্রা যত বেশি ওঠানামা করে, তরমুজ তত মিষ্টি হয়। এই তরমুজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট web-japan.org-এ।

এই তরমুজের ভেতরের অংশ কমলা রঙের। যদিও এই তরমুজের বাইরের অংশ কিছুটা সবুজ। ইউবারির ছালের উপর সাদা ডোরা আছে। ব্যাপক যত্ন নিয়ে ফলের চাষ করা হয়।

জুন এবং জুলাই মাসে এখানে ইউবারি তরমুজ তোলা হয়। এক কেজি ইউবারি তরমুজের দাম ভারতীয় টাকায় প্রায় ২০ হাজার টাকা। পৃথিবীতে এমন দামি ফল সম্ভবত আর নেই। বিশ্বের সব শুকনো ফলের মধ্যে বাদাম সবচেয়ে দামি। উচ্চ মানের এবং বিশেষ জাতের বাদামের দাম প্রতি কেজি ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত।

অথচ এই তরমুজের দাম প্রতি কেজি ২০ হাজার টাকা। একে স্বর্ণের সঙ্গে তুলনা করা হয়। কারণ একটি তরমুজের গড় ওজন আড়াই থেকে ৩ কেজি। তাই একটি ইউবারি তরমুজের দাম পড়ে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। এই টাকা দিয়ে আমাদের দেশে আধা ভরির বেশি স্বর্ণ কেনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।