• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

গফরগাঁওয়ে দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা ২০২৩ আয়োজন করে মুসলেউদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগার।উপজেলার পাঁচভাগ ইউনিয়নের শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

এসময় মুছলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ফাইজুস সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই বই মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে।স্মার্ট নাগরিক হতে হলে সকলকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বই মেলার আহবায়ক মোহাম্মদ সাদেকুর রহমান জানান, মুছলেহ উদ্দিন ফাউন্ডেশন প্রতি বছর বঙ্গবন্ধু বই মেলার আয়োজন করে। এটি আমাদের তৃতীয় বারের মত আয়োজন।এবারের মেলায় প্রায় ২৫ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নেয়।মেলার প্রতিটি স্টলে ৫০% মূল্য ছাড়ে বই বিক্রি করা হয় । মেলায় সাংস্কৃতিক কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।