• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকী উপলক্ষে গনপদ্দী উচ্চ বিদ্যালয়ে বার্ষিকসাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও দশম শ্রেণীর দুই মেয়ে শিক্ষার্থীর সঞ্চালনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যেসকল শিক্ষার্থী নৃত্য ও সঙ্গীতে পারদর্শী তারা তাদের জানা সেরা নৃত্য ও সঙ্গীত পারবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র শিল্পী হিসেবে ছিলেন উপজেলা শিল্পকলার বাদ্যযন্ত্র প্রশিক্ষকগন।

এসময় বিদ্যালয়টির সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ
এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় শিক্ষানুরাগী, সুশীলস সমাজের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা বনভোজনের আদলে একসাথে মধ্যাহ্নভোজ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম জানান, এবছর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যাওয়া সম্ভব হয়নি। সুযোগ হয়নি তাদের নিয়ে বনভোজনে যাওয়ার। তাই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বনভোজনের আদলে একসাথে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।