• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে বৈদ্যুতিক সেচপাম্প চোরাই চক্রের মূল হোতা গ্রেফতার

শেরপুরে আবাদি ক্ষেত থেকে বৈদ্যুতিক সেচপাম্প চোরাই চক্রের মূল হোতা মো. জুয়েল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ মার্চ বুধবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসাথে জুয়েলের বাড়ি থেকে ২টি চোরাই মোটর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল ওই গ্রামের আলহাজ: চান্দু মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে জুয়েলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওই তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বৈদ্যুতিক সেচ পাম্প বসিয়ে বোরো ধানের সেচ কার্যক্রম চালিয়ে আসছিলেন কৃষকরা। গত ১২ মার্চ রবিবার রাতে চকআন্ধারিয়া পূর্বপাড়া গ্রামের সিদ্দিক মিয়া, বাবুল মিয়া, মজিবর রহমান, আনার মিয়া, আল আমিন ও সমর উদ্দিনসহ ৬ জন কৃষকের ৬টি বৈদ্যুতিক সেচ পাম্প চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আশেপাশের ৩০ একর বোরো আবাদের সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার ও চোরাই মোটর উদ্ধারে অভিযান শুরু করেন। এদিকে সেচপাম্প চুরির ঘটনায় চকআন্ধারিয়া গ্রামের কৃষক সেলিম মিয়া বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মাইনুল ইসলাম অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে জুয়েল মিয়াকে গ্রেফতার করেন এবং তার বসতবাড়ি থেকে চোরাই দুটি সেচ পাম্প উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে জুয়েল সেচপাম্প চুরির বিষয় স্বীকার করে জানিয়েছে, তার আরও ৩/৪ জন সহযোগীসহ সে ওই সেচপাম্পগুলো চুরি করেছে। তবে মামলার তদন্তের স্বার্থে সহযোগীদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। খুব দ্রুতই তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যাচেষ্টাসহ আরও ৯টি মামলা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।