• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট উদ্বোধন : আইডিয়ালকে হারিয়ে প্লেস জয়ী

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলা স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের টার্ফ উইকেটে শুরু হয়েছে। ১১ মার্চ শনিবার উদ্বোধনী খেলায় পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) ৪ রানের ব্যবধানে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলকে পরাজিত করে শুভ সূচনা করেছে।

সকালে শ্বেতকপোত পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রাইম ব্যাংক শেরপুর শাখার কর্মকর্তা নবী হোসেন বক্তব্য রাখেন।

এসময় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল, জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেস প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কোচ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতায় কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলাটি কার্টেল ওভারে ৪০ ওভারে নেমে আসে। প্রচন্ড খরতাপের মধ্যে লো-স্কেরিং ম্যাচে সকালে টস জিতে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন ২০ ওভার ১ বলে ৮১ রানে অলআউট হয়। দলের পক্ষে অধিনায়ক নীড় এবং ব্যাটার রাকিব ১৬ রান করে এবং নিরব ১১ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুলের উদ্বোধনী বোলার জাকির হোসেন ৬ ওভার বল করে ২ মেডেন সহ ১৬ রানে ৫ উইকেট দখল লাভ করে। এছাড়া বোলার রনি ১২ রানে দু’টি এবং সিফাত, রিদম, আহনায় একটি করে উইকেট লাখ করে। জবাবে ব্যাট করতে নেমে বোলার মোখলেছ এবং রাকিবের বোলিং তোপের মুখে ২৪ ওভার ৪ বলে মাত্র ৭৭ রানে অলআউট হয় আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল। এতে অল্প পুজি নিয়ে ৪ রানের জয় পায় পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের ক্রিকেটাররা।

আইডিয়ালের পক্ষে অলরাউন্ডার সিফাত সর্বোচ্চ ৩০ রান এবং উইকেট কিপার কৌশিক ১১ রান ছাড়া আর কেউ ডাবল ফিগারে পৌঁছাতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২০ রান। পুলিশ লাইন্স একাডেমীর বোলার মোখলেছ ৬ ওভার ৪ বল করে ২ মেডেন সহ ১৯ রানে প্রতিপক্ষের ৬ উইকেট দখলে নেয়। এছাড়া রাকিব ৪ ওভারে ৯ রান দিয়ে ২টি, নুরনবী এবং নীড় ২১ রানে ১টি করে উইকেট লাভ করে। অপর এক ব্যাটসম্যান রানআউটের ফাঁদে কাটা পড়ে।

উল্লেখ্য, বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় এবার জেলার ৪টি স্কুল দল অংশগ্রহণ করছে। স্কুলগুলো হলো-সরকারি ভিক্টোরিয়া একাডেমী, নবারুণ পাবলিক স্কুল, পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এবং আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল।

প্রাথমিক পর্বে স্কুলগুলো রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলার পর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২ দল ফাইনালে মোকাবেলা করবে। প্রতিটি দলের জন্য বিসিবি’র পক্ষ থেকে পার্টিসিপেশন মানি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হবে। ম্যান অব দি ফাইনালের জন্য থাকবে বিশেষ পুরষ্কার। অংশগ্রহণকারী প্রতিটি দলে নিজের স্কুলের খেলোয়াড়রা ছাড়াও টুর্নামেন্টে অংশ নিতে না পারা স্কুলগুলোর ৫ জন খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।