• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলা বন্দরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন দেন। ঐতিহাসিক ৭ মার্চ এই দিনটি উদযাপন উপলক্ষে মোংলা বন্দর নানামুখী কর্মসূচী পালিত হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো.মাকরুজ্জামান জানান, ৭ মার্চের কর্মসূচি পালনের অংশ হিসেবে মঙ্গলবার বন্দরের ভবন সমুহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” সহ গুরুত্বপূর্ণ অংশবিশেষ ড্রপডাউন ব্যানারের মাধ্যমে প্রচার এবং বন্দরের বিভিন্ন স্থানে ডিসপ্লেসহ ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার করা হয়।

এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন করা হয়। বন্দরের স্কুল আলোচনা, কবিতা পাঠ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় বন্দর সভাকক্ষে জাতির পিতার কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ও সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো: শাহীনুর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (হারবার ও মেরিন), মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ, সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার জিয়াউল হক, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রলিক্স) শেখ শওকত আলী, পরিকল্পনা প্রধান মো. জহিরুল হকসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।