• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নকলায় ২তলা গ্রামীণ বাজার ভবন উদ্বোধন

শেরপুরের নকলায় ৪তলা ফাউন্ডেশনসহ ২তলা গ্রামীণ বাজার ভবন-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৫ মার্চ) দুপুরে বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা বাজারে নির্মিত বাজার ভবনের সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবকে সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন ও ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২তলা গ্রামীণ বাজার ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্থা (ইউএনও) বুলবুল আহমেদ।

বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বাউসা বাজার পরিচালনা কমিটির সভাপতি আঞ্জুমান আরা বেগম রুমি প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা অফিস সূত্রে জানা গেছে, ৪তলা ফাউন্ডেশনসহ ২তলা গ্রামীণ বাজার ভবন-এর প্রাকল্পিক ব্যয় ছিলো ২ কোটি ১৩ টাকা। এই বাজার ভবন নির্মানের ফলে গ্রামীণ কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য দাম পাওয়ায় সহজ হলো। এছাড়া সর্বসাধারনের কেনাকাটা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নবনির্মিত বাজার ভবন, এমনটাই মনে করছেন সুশীলজন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।