• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’ (ডপস) এ পরীক্ষার আয়োজন করে।

পরীক্ষায় এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে অধ্যয়নরত ১৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ঝিানইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া (বিএসপি), সভাপতি মো. শহিদুর রহমান, সাধারণ সম্পাদক রাবিয়া সুলতানার তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে অধ্যয়নরত ডপস সদস্যরা।

ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া (বিএসপি) বলেন, পরীক্ষায় পাঠ্যবই থেকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণজ্ঞানে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হবে পরবর্তীতে সরজমিনে পরিবারের অবস্থা যাচাইপূর্বক ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। তাদেরকে প্রতিমাসে শিক্ষা সহায়ক উপকরণ ও উচ্চ শিক্ষার জন্য সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, এ পরীক্ষার মাধ্যমে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে সহযোগিতার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে প্রতি বছর আমরা এ প্রতিযোগীতার আয়োজন করি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।