• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ার মেয়েকে খুলনায় আটকে রেখে চাঁদা দাবিঃ গৃহবধূ গ্রেপ্তার

বগুড়ার কলেজ ছাত্রীকে খুলনায় আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে জান্নাতী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৬ খুলনার যৌথভাবে পরিচালিত অভিযানে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খুলনার সোনাডাঙ্গা থেকে জান্নাতীকে গ্রেফতার করা হয়। এসময় জান্নাতির জিম্মায় থাকা কলেজ ছাত্রীকেও (২০) উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া জান্নাতী সাতক্ষীরা জেলার শীতলপুর গ্রামের আব্দুল গফফারের স্ত্রী।

মঙ্গলবার র‌্যাব-১২ বগুড়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়ার সূত্রে বগুড়ার কাহালু উপজেলার ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীর সাথে গৃহবধু জান্নাতীর বন্ধুত্ব তৈরি হয়। একপর্যায়ে জান্নাতী বগুড়া সদরে ওই কলেজ ছাত্রীর সাথে দেখা করতে এসে নানা প্রলোভনে খুলনার সোনাডাঙ্গা এলাকায় নিয়ে যায়। সেখানে কলেজ ছাত্রীকে আটকে রেখে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেফতার হওয়া জান্নাতি। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন এবং পাশাপাশি র‌্যাব বগুড়াকেও অভিযোগ দেন।

তথ্য প্রযুক্তির সাহায্যে গ্রেপ্তার জান্নাতীর অবস্থান শনাক্ত করে র‌্যাব বগুড়া ও খুলনা যৌথভাবে খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালায়। সেখানে একটি বাড়ি থেকে জিম্মি কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার জান্নাতীকে বগুড়া সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কলেজ ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সাথে তিনি অপরিচিত মানুষের সাথে হঠাৎ করেই কোথাও যাওয়া বা অতিঘনিষ্ঠতা থেকে বিরত থাকার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।