• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর মহাসড়ক ১,১০৭ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ কাজের উদ্বোধনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের ১৬ জেলার সাথে যোগাযোগের জন্য অঞ্চলের গুরুত্বপূর্ণ ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণে এক হাজার ১০৭ কোটি ১৬ লাখ টাকার প্রকল্পের (প্যাকেজ-৩) নির্মাণ কাজের মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।

একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০২১ সালের ৮জুন ২০২০-২১ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২৬তম বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেন।

ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে সড়ক প্রশস্তকরণ প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তাগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর আহমেদ, মুক্তাগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সওজ ময়মনসিংহ সদর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ খলিলুর রহমান ও উপসহকারী প্রকৌশলী নূরে আলম কামাল পাশা প্রমূখ।

সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী জানান, ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে প্রকল্পটি অনুমোদন পাওয়ায় এ অঞ্চলে দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। টাঙ্গাইল জেলার মধুপুর সদর থেকে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট পর্যন্ত ৪৯.১৩ কিলোমিটার সড়কটি বর্তমানে ১৮ ফুট থেকে উন্নীত করে ৩৪ ফুট প্রশস্ত করে পুনর্র্নিমাণ করা হচ্ছে। তন্মধ্যে ময়মনসিংহ সড়ক বিভাগের অধীনে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট থেকে রসুলপুর পর্যন্ত ৩৪.১৬ কি.মি এবং টাঙ্গাইল সড়ক বিভাগের অধীনে ১৪.৯৭ কি.মি রয়েছে। চলতি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজটি সম্পন্ন হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

ময়মসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, ছয় কিলোমিটার মুক্তাগাছা শহর বাইপাসসহ ময়মনসিংহ সড়ক বিভাগের অধীনে ৩৪.১৬ কি.মি সড়কের মধ্যে লমনতলায় সুতিয়া নদীর উপর ৫০.১২ মিটার দৈর্ঘ্যর একটি পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলমান। সেতুসহ ৪টি প্যাকেজে নির্মাণ কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।