• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন ও হার্ট ক্যাম্প শুরু

শেরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও দুইদিনব্যাপী হার্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সজবরখিলা এলাকায় হাসপাতাল ও ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলার সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. অশোক দত্ত, ডা. তওফিক শাহরিয়ার হক, ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. রাকিবুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, হার্ট মানবদেহের এক গুরুত্বপূর্ণ অংশ। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য জেলায় কোন উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিলনা। এই হাসপাতালের ফলে হার্টের চিকিৎসার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি হার্টের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নানা দিক আলোচনা করেন।

অনুষ্ঠানে হার্টের রোগী, সুশীল সমাজ, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে দুইদিনব্যাপি হার্ট ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ২শ টাকায় রেজিস্ট্রেশনের মাধ্যমে চিকিৎসা দেন সাধারণ রোগীদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।