• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শ্রীবরদী সীমান্তে দুষ্কৃতিকারী সন্দেহে ১ জন কে গ্রেফতার করেছে বিজিবি

শেরপুরের শ্রীবরদী সীমান্তের ১০৯৮ সীমান্ত এলাকার হাতিবকোনা থেকে ৬ ই ফেব্রুয়ারি সোমবার ভোর সকালে ইসরাফিল নামের একজনকে গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃত ইসরাফিল মিয়া (৪৫) শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের চান্দাপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার সাথে ছেলে।

বিজিবি জানায়, নিয়মিত সীমান্ত টহলের অংশ হিসেবে ৬ ই ফেব্রুয়ারি সোমবার ভোর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো মোরশেদের নেতৃত্বে একটি দল সীমান্ত এলাকায় অবস্থানকালে ভারত বাংলাদেশ সীমান্তের তারকাটা সংলগ্ন স্থান থেকে মোরশেদ মিয়াকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ জানাযায় তিনি তারকাটা কেটে অবৈধভাবে ভারত যাওয়ার পরিকল্পনা করে।

এ ঘটনায় কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচাজ নায়েক সুবেদার মো. মোশেদ বাদী হয়ে ইসরাফিল সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নায়েক সুবেদার মো মোশেদ আটকের সত্যতা স্বীকার করে সোমবার দুপুরে বলেন, ধৃত ইসরাফিল একজন চিহ্নিত দুষ্কৃতিকারী, মাদক ব্যবসায়ী।

সে চোরা চালান ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সময়ে আমাদের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।