• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ায় ব্যতিক্রমী বাউল গানের উৎসব

বগুড়ায় বাউল গানের সুরে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বানে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাণবন্ত বাউল উৎসব। দর্শকদের মুগ্ধতায় এবং বাউলদের অন্তরের সুরে শনিবার দিনব্যাপী শহরের টিটু মিলনায়তনে এই আয়োজন করে বগুড়া বাউল গোষ্ঠি।

দিনব্যাপী উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী পিপিএম, বিপিএম এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি প্রকৌশলী মনোয়ারুল ইসলাম। উৎসবের আনন্দের মাঝেই আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ পিপিএম পদকে ভূষিত হওয়ায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বগুড়ার গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করা হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বাচিক শিল্পী অধ্যক্ষ শ্রাবণী সুলতানাকে।

বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদ করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, আনন্দ কণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, অভিনেতা শাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে বাউল সঙ্গিত পরিবেশন করেন সুকুমার বাউল, অন্তরা, লাকী সরকার, জীবন সরকার, জিহাদ সরকার, জগদীশ, জোহা, পলাশী রানী, রুনা আক্তার, সুমনা, বৃষ্টি, জিয়া, ধন্য, আশুতোষ সহ বগুড়া বাউল গোষ্ঠির শিল্পীবৃন্দ। এর আগে সকালে বাউল শিল্পীদের নিয়ে একটি বাউল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।