• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ভেজাল খাদ্য খাওয়ালে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

ভেজাল খাদ্য খাওয়ালে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে তাই নিরাপদ খাদ্য সরবরাহের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

সোমবার ( ৯ জানুয়ারি) দুপুরে বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ২য় সভা সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, বিভাগীয় প্রাণিসম্পদ উপ-পরিচালক ডাঃ প্রতাপ চন্দ্র সাহা, স্বাস্থ্য বিভাগীয় সহকারি পরিচালক ডাঃ ইশরাত জাহান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, আজাদ বেকারির স্বত্বাধিকারী মোঃ ফরিদ উদ্দিন, জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সভাপতি-সাধারণ সম্পাদক, ক্যাব ময়মনসিংহ এবং বিভিন্ন খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর প্রতিনিধিবৃন্দ ও অংশীজনরা এতে অংশগ্রহণ করেন।

বিভাগস্থ বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক প্রচার-প্রচারণার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রিমিসেস লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য শর্তসমূহ যাচাই-বাছাই; খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান, পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ না ব্যবহার, ফুটপাতের খাদ্য নিরাপদ করতে প্রয়োজনীয় পরিদর্শন; রেস্তোরাঁয় ড্রামে খাবার পানি সংরক্ষণ না করা, ট্রান্স ফ্যাটি এসিড প্রবিধানমালা মেনে চলা, মান বজায় রেখে চাল পলিশিং করা এবং খাদ্য সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম নিয়ন্ত্রণ করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিরাপদ খাদ্য বিষয়ক প্রেজেন্টেশন ও গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে আলোচনা করেন বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।