• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজনে ২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাব সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ বির্নিমাণে, দেশ ও পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক এ,টি,এম আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, ডা. আহসান হাবিব কল্লোল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী কর্মকর্তা হোসেন আরা, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর অটিজম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সৈয়দ শাহজাহান আহমেদ, প্রতিবন্ধী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, ক্ষুদ্র ঋণ গ্রহণকারী হোসনে আরা প্রমুখ।

আলোচনা শেষে শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ে শ্রেষ্ঠ সেবাদানকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও ১১ জনের মধ্যে ক্ষুদ্রঋণ হিসেবে ৩ লক্ষ ৩০ হাজার টাকার ঋণ প্রদান করেন।

এসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, সমাজসেবা সদর অফিসার আরিফুর রহমান, শিশু পরিবার শামীমা নাসরিন, হাসপাতাল সমাজসেবা অফিসার বেলাল হোসেন, এএসএম গোলাম হোসেন রুবেল, হাসানুজ্জামান সরাফত, শেরপুর আরডিএস সহকারি পরিচালক গৌতম চক্রবর্তীসহ স্থানীয় সাংবাদিকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।