• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

১৭ তম বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিয়েছে শেরপুরের ছেলে রাব্বানি

এবার ২০২২ সালে ১৭ তম বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিয়েছে শেরপুরের ছেলে গোলাম রাব্বানি। রাব্বানি। সে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। তারা বাবার নাম শাহজালাল। রাব্বানি শেরপুর সরকারি কলেজে অনার্সে (প্রাণিবিদ্যা) পড়াশোনা করছে। এর আগে সে সাঁতারে ওয়াটার পোলো এবং ট্রায়াথোলনে পদক পেয়েছে।

এবার ১৭ তম বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১জন সাঁতারু। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু হয়েছে। এতে ১৬ দশমিক ১কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হবে সেন্টমার্টিনে। সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’।

এবারের সাঁতারুরা হলেন, লিপটন সরকার, মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, শেখ মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম রাসেল, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আলী রওনাক ইসলাম, আবাদুল ইসলাম, মোঃ জিহাদ হুসেন, সালাহ উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ শোহেল রানা, শৌভিক বড়ুয়া, উজ্জল চৌধুরী, মো. সাকিব মাহমুদ নাইম খান, মো. বদর উদ্দিন, মোঃ ফারুক হোসেন, এস এম শারিয়ার মাহমুদ, মোঃ আবু রাশেদ, মোঃ গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাবিত, শোয়েব তালুকদার, এসকে রায়হান আরাফাত আকাশ, রেজিনা পারভিন, মো. তারেক হাসান, আব্দুল্লাহ আল তৌসিফ, মো. জামিল হোসেন, মো. নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম ও রাব্বি রহমান।

গোলাম রাব্বানি জানান, এবার একজন নারীসহ ৩১ জন সাঁতারু অংশ নিয়েছে।এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় আমিউ ময়মনসিংহ বিভাগ হতে একমাত্র অংশ গ্রহণকারী। এজন্য শেরপুরের জেলার ছেলে হিসেবে আমি গর্বিত।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। গত ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেই বার সাঁতারে ১ম অংশ নিয়েছিলেন লিপ্টন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।