• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় বাল্যবিবাহের উপর সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

অল্পবয়সে বিবাহ মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ায়। এমনকি নবজাতকের মৃত্যুর আশঙ্কাও তৈরি করে। বাল্য বিয়ের ফলে অল্পবয়সে গর্ভবতী হওয়ার ফলে অপুষ্টিজনিত কারণে অনেকসময় নবজাতক মারাও যায়। এমনকি নবজাতক বেঁচে থাকলেও পরবর্তীতে এসব শিশুরা বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভোগে।

যারা বাল্য বিবাহে ইচ্ছুক তারা যে কোন উপায়ে জন্ম নিবন্ধনে মেয়ের বয়স টাকার বিনিময়ে বৃদ্ধি করে নেয় ।এর ফলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া কঠিন হয়ে পড়ে । এক্ষেত্রে কিছু কাজীও দায়ী থাকে এবং এরা মেয়ের বয়স বৃদ্ধি দেখিয়ে বিয়ে দিতে বর এবং কনে পক্ষকে সহায়তা করে। সাধারনত মেয়েদের অর্থনৈতিক অবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহে উৎসাহিত করে ছেলেদের পরিবার। কখনও কখনও তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবনতা থেকেও বাল্য বিবাহের দিকে ঝুকে পড়ে গ্রাম্য পরিবারগুলো। উল্লেখযোগ্য এই কারনগুলো ছাড়াও আরও অনেক কারনেই বাল্য বিবাহ দেওয়া হচ্ছে।

১২ ডিসেম্বর সোমবার বিকালে মোংলার বুড়িরডাঙা ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম কর্তৃক আয়োজিত বাল্যবিবাহের উপর সচেতনতামূলক প্রচারণা সভায় বক্তরা একথা বলেন।

সালোম মোংলার এরিয়া কো-অর্ডিনেটর সৌরেন্দ্র মন্ডলের সভাপতিত্বে সচেতনামূলক সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িরডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি শংকর বিশ্বাস। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস ও চন্দ্রিকা মন্ডল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মরিয়ম বেগম,নুর ইসলাম সরদার, চঞ্চল কুমার মন্ডল, বিশ্বজিৎ রায়, দীপক রায়, অনাদী রায়, মিলন বাওয়ালী, সৌমেন বিশ্বাস, আজহারুল ইসলাম প্রকল্পের জেন্ডার সিও ক্রিষ্টিনা হিয়া বাড়ই, জেন্ডার অফিসার এলিজাবেথ সরকার, প্রোগ্রাম অফিসার নীলয় বিশ্বাস, মনিটরিং অফিসার শিমন বিশ্বাস, কমিউনিটি অর্গানাইজার মিল্টন সরকার, কেয়া, সুজয় ও ক্রিষ্টিনা নাথ।

অনুষ্ঠানে বাল্যবিবাহের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মনি শংকর বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।