• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নালিতাবাড়ীতে ডিবি’র অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার

শেরপুর নালিতাবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ জাকির হোসেন (২৮) ও মুন্তাজ আলী (৩৪)নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের পলাশীকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জাকির ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের পুত্র ও মুন্তাজ, মৃত আবছর আলীর পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

জেলা গোয়েন্দা শাখা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া সাকিনস্ত নন্নী হতে বারোমারি গামী পাকা রাস্তার কালভার্টের উপর থেকে ভারতীয় মদ বিক্রির সময় জাকির ও মুন্তাজকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিক্রির উদ্যেশে থাকা ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরো ২ সহযোগি পালিয়ে যায়।

পরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আমদানী নিষিদ্ধ ২৫ B এর ১(B)/২৫-D ভারতীয় মদ চোরাই আনয়ন করিয়া নিজ হেফাজতে রাখা ও সহায়তার অপরাধে মামলা দায়ের করেন। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।