• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে: অভিযুক্ত ২ কিশোর গ্রেফতার

বগুড়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার দিবাগত রাত দেড়টার পর পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। এরমধ্যে ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের উভয়ের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ উপরোক্ত তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান জানান, নভেম্বর মাসের ৮ তারিখ ধুনট উপজেলার স্থানীয় এক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ১৬ বছর বয়সী কিশোর এ ঘটনা ঘটায় এবং তার সহযোগী ১৩ বছর বয়সী ওই কিশোর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে৷ পরবর্তীতে তারা আপত্তিকর এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানি হলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা ১৫ নভেম্বর গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে র‍্যাব-১২ উক্ত অভিযোগ অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার দু’জন শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিজেদের সর্ম্পৃক্ততা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই ধরণের অপরাধ রুখতে র‍্যাবের এই কর্মকর্তা অভিভাবকদের বিশেষভাবে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও সোশ্যাল মিডিয়ার ব্যবহারে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের সর্বদা নেতিবাচক দিকগুলোকে পরিহার করার অনুরোধ জানান তিনি।

তৌহিদুল মোবিন খান বলেন, র‍্যাব এই ধরণের জঘণ্য অপরাধ দমনে সর্বদাই শতভাগ জিরো টলারেন্স। তাই কেউ এমন পরিস্থিতির স্বীকার হলে র‍্যাব তাদের শতভাগ আন্তরিকতার সাথে সহযোগিতা করবে মর্মে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।