• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে মাদক কারবারির ১১ মাসের কারাদণ্ড

শেরপুর জেলা সংবাদদাতা :
শেরপুরে হেরোইন রাখার অভিযোগে এক যুবককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮)। তিনি নকলা উপজেলার মাউরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত রাসেলকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় এক মাদক কারবারি বিক্রির উদ্দেশে মাদক নিয়ে ঘোরাফেরা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কানাশাখোলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় প্রথমে রাসেল মিয়াকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

সংবাদ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কানাশাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়াকে দোষী সাব্যস্ত করে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।