• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ঝিনাইগাতীতে হেলমেট থাকায় চালকরা পেলেন ‘লাল গোলাপ’

শেরপুরের ঝিনাইগাতীতে চালকদের সঙ্গে বৈধ কাগজপত্র থাকলেই ও হেলমেট ব্যবহার করলেই লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন থানা পুলিশের সদস্যরা।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে জেলা পুলিশের কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল চালকদের ‘ট্রাফিক আইন’ সম্পর্কে সচেতন করার পাশাপাশি এ অভিনব উদ্যোগ নেন তারা। এ সময় চালকদের চকলেটও দেওয়া হয়। এ দিকে, মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে ফুলেল শুভেচ্ছা পেয়ে চালকরা বেশ খুশি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে এ কার্যক্রমে থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, উপ-পরিদর্শক রাজিব ভৌমিকসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, দেশের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রাণহানিরও ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের বেশিরভাগেরই মাথায় হেলমেট ছিল না বলে জানা যায়। এ কারণে হেলমেট পরতে উৎসাহিত করতেই শেরপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র এবং হেলমেট ব্যবহারকারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যারা বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে তাদের সচেতন করা হয়েছে। এর পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।