• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

প্রাইভেট কার ছিনতাই করতে নারায়ণগঞ্জের চালককে বগুড়ায় এনে খুন

বগুড়ায় পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া প্রাইভেটকার চালক সবুজ খন্দকার হত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সবুজ খন্দকার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বাসিন্দা ও পেশায় একজন প্রাইভেট কার চালক। ভাড়া নেওয়া প্রাইভেট কার ছিনতাইয়ের জন্যই তাকে খুন করা হয়৷

গ্রেপ্তার দু’জন হলেন, নারায়নগঞ্জের বন্দর থানা এলাকার হাজিপুর এলাকার মৃত সওদাগরের ছেলে আবুল কালাম আজাদ ওরফে বাবুল (৫২) ও দুপচাঁচিয়ার মাগুড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৪২)। এরমধ্যে বাবুলের শ্বশুর বাড়ি দুপচাঁচিয়া এবং তিনি ওই এলাকাতেই ভাড়া থাকেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ নভেম্বর) বিকেলে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আজাদকে ও একই সময়ে জহুরুলকে বগুড়া শহরের তিনমাথার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে দুপচাঁচিয়া চৌমুহনী বাজারের একটি ফিলিং স্টেশন থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়।

বগুড়া জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নভেম্বর মাসের ৩ তারিখ গ্রেপ্তার দু’জন সবুজ খন্দকারের প্রাইভেট কার তিনদিন রিজার্ভ হিসেবে ভাড়া করেন। ওইদিন রাত ৮ টার দিকে সোনারগাঁও মদনপুর থেকে বগুড়ায় যাওয়ার জন্য তারা রওনা দেন। ৬ নভেম্বর গ্রেপ্তার আজাদের বাড়িতে সবুজকে রাতের খাবারের জন্য ডাকা হয়।

এসময় কৌশলে গ্রেপ্তার দু’জন সবুজের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত পর তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিতের পর সবুজের লাশ বস্তাবন্দি করে বেলোহালি স্কুলের পিছনে পুকুরের ফেলে দেওয়া হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুধুমাত্র প্রাইভেট কার ছিনতাই করতেই সবুজ খন্দকারকে হত্যা করা হয়। গ্রেপ্তার দু’জন আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।