• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সুন্দরবন উপকূলের গরীব জেলেদের জীবনরক্ষাকারী সরঞ্জাম দিল কোস্টগার্ড

সুন্দরবন উপকূলীয় অঞ্চলের গরীব ও অসহায় জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট, লাইফবয়, টর্চলাইট ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার আয়োজনে ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার গোলখালী এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম কিবরিয়া হক, বিসিজি বেইস মোংলার কমান্ডিং অফিসার কমান্ডার এ এইচ শামিম, স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম মহিউদ্দিন জামানসহ কোস্টগার্ড বাহিনীর পদস্থ কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী মোংলা বন্দরের পশুর নদীতে কোস্টগার্ড বাহিনীর আধুনিকায়নে নতুনভাবে সংযোজিত তেল দুষন নিয়ন্ত্রণ সরঞ্জাম সম্বলিত বোটসমূহের মাধ্যমে পানিতে অনিচ্ছাকৃতভাবে নিঃসরণকৃত তেল অপসারন মহড়া অবলোকন করেন।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক জেলেসহ অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে সাহায্য সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় জেলেদের মধ্যে রেডিও, টর্চলাইট, লাইফ জ্যাকেট, লাইফবয়, রেইনকোট বিতরণ করেছে।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, মহামারিসহ সব অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কোস্টগার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।