• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ‘আদিবাসী শিশুদের শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

শেরপুরে ‘আদিবাসী শিশুদের শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ নভেম্বর) বুধবার দুপুরে জেলা পরিষদের হলরুম নিসর্গে বেসরকারি উন্নয়ন সংস্থা দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযান এ সংলাপের আয়োজন করে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইসরাত জাহান সম্পা প্রমুখ। সংলাপে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুর রউফ। দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক নাহিদা সুলতানা ইলার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মো. ইমান আলী।

সংলাপে বক্তারা বলেন, আদিবাসী শিশুদের নিজেদের মাতৃভাষায় শিক্ষার সুব্যবস্থা না থাকায় তারা ঝরে পড়ছে। একইসাথে তাদের কৃষ্টিকালচারও হারিয়ে যাচ্ছে। আদিবাসীদের মাতৃভাষা ও কৃষ্টিকালচার ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার বিষয় তুলে ধরেন বক্তারা।

সংলাপে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।