• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রুমান বিপুল ভোটে বিজয়ী

সারাদেশের ন্যায় জেলা পরিষদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা শেরপুরে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও সাবেক শেরপুর পৌরসভার মেয়র আ’লীগ নেতা এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ন
কবির রুমান।

সোমবার ভোটগ্রহণ শেষে বেলা আড়াইটার দিকে বেসরকারীভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী হুমায়ন কবির রুমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। এছাড়া অপর প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৪ ভোট।

এদিকে জেলার সংরক্ষিত ২টি নারী সদস্যের মধ্যে ১নং ওয়ার্ডে (শেরপুর সদর ও শ্রীবরদী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি। ২নং ওয়ার্ডে (নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও নকলা) থেকে দোয়াত কলম প্রতীকে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম রেনু।

এছাড়াও সদস্য পদে শেরপুর সদরে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭৪ ভোট পেয়ে মুছা মিয়া, ঝিনাইগাতিতে হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে আবু তাহের, শ্রীবরদীতে তালা প্রতীকে ১০১ ভোট পেয়ে মাহমুদুল হাসান, নালিতাবাড়ীতে হাতি প্রতীকে ৯৬ ভোট পেয়ে হাফিজুর রহমান খোকন এবং নকলায় তালা প্রতীকে ৬৪ ভোট পেয়ে সানোয়ার হোসেন ছানু বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।