• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা নাগরিক আন্দোলনের নানা আয়োজন

ময়মনসিংহ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর জুবলী ঘাটস্থ ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের কার্যালয়ে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিসহ নাগরিক আন্দোলেনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও নানা সমস্যা সমাধানের দাবীতে নাগরিক আন্দোলনের নিয়মতান্ত্রিক কর্মসূচিকে আরো বেগবান করার জন্য গুরুত্বারোপ করেন।

জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ সামসুল বারী, অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দীন আহমদ, অ্যাডভোকেট হোসনে আরা রাণু, কাজী আজাদ জাহান শামীম, লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শংকর সাহা, সাংবাদিক মো. নজরুল ইসলাম ও নিয়ামুল কবির সজল, ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, অধ্যাপক আফতাব উদ্দিন, শহিদুল ইসলাম শহীদ,মোস্তফা মোঃ খায়রুল আলম তুহিন, আবুল মুনসুর প্রমূখ।

ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবীতে দীর্ঘ প্রায় ২৬ বছর আন্দোলন সংগ্রামের পর অবশেষে জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর এই চারটি জেলা সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা করেন।

উল্লেখ্য, ব্রিটিশ সরকার ১৭৮৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা এবং ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠা করে। ঢাকা বিভাগ প্রতিষ্ঠার ১৮৬ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।