• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সৈয়দপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

গ্রামাঞ্চলে দূর্যোগ প্রশমনে সচেতনতা সৃষ্টির লক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। অনুষ্ঠানে অগ্নিকান্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা করেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদরানা পাইলট প্রমুখ।

এরআগে হাজারীহাট স্কুল এন্ড কলেজ চত্বর থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথি ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপনে বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপনে বিভিন্ন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। দিবসের এসব অনুষ্ঠান বাস্তবায়ন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর।

জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত খান বলেন, গ্রামাঞ্চলে মানুষজনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজে দিবসটির সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।