• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

যে কোন চাঞ্চল্যকর হত্যা রহস্য উদঘাটনে র‍্যাব আরো বেশি মাঠে কাজ করছে শেরপুরে অতিরিক্ত ডিআইজি

যে কোন চাঞ্চল্যকর হত্যা রহস্য উদঘাটনে র‍্যাব অতীতের থেকে মাঠে অনেক বেশি একটিভ। তাই ইতিমধ্যে র‍্যাব শেরপুরের বেশ কয়েকটি হত্যা রহস্য দ্রুতই উন্মোচন করেছে র‍্যাব। আজ রোববার সন্ধায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এসব কথা জানান, র‍্যাব-১৪, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।

এসময় র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, র‍্যাব ও শেরপুর জেলার সাংবাদিকদের মধ্যে একটি সেতুবন্ধন রয়েছে। তাই যে কোন ঘটনা ঘটলে বা আসামী গ্রেফতারের তথ্য র‍্যাব নিজ থেকে সকল গণমাধ্যমকর্মীদের মেইলে প্রেরন করে।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে র‍্যাব-১৪, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) বলেন, শেরপুরে গারো পাহাড় থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় র‍্যাবের নিয়মিত টহল চলছে। তাই ইয়াবা, গাজা, হেরোইন ও বিদেশিমদসহ প্রায়ই মাদক কারবারিরা নিয়মিত র‍্যাবের জালে ধরা পড়ছে।

মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর আশিক উজ্জামান, সিনিয়র পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার র‍্যাব-১৪, সিপিসি-১ এম এম সবুজ রানা, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আঁধার, সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, কাকন রেজা, রফিক মজিদ, মলয় মহন বল, শহিদুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।