• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর জেলা আওয়ামী লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমানের সংবাদ সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি শিক্ষাজীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে আসছেন। এসএসসি পাস করার পর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যয়নরত অবস্থায় হারেজ-বাকী বিল্লাহ’র নেতৃত্বাধীন (১৯৮০ ব্যাচ) বাংলাদেশ ছাত্রলীগ আশেক মাহমুদ কলেজ শাখার একজন সক্রিয় কর্মী ছিলেন। তখন থেকেই নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে দলীয় কর্মসূচী নিষ্ঠার সাথে পালন করে করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশসহ দলের নেতাকর্মীদের যেকোন তথ্য অবহিত করা দপ্তর সম্পাদক হিসেবে তার দায়িত্ব। কাজেই গত ২৭ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতির প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের পর প্রতিহিংসাপরায়ণ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, যা মোটেই কাম্য নয়।

তিনি আরও বলেন, তিনি শহীদ পরিবারের সন্তান হওয়ার পরও বার বার দলের শৃঙ্খলাভঙ্গকারী জেলা আওয়ামী লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজাকারের সন্তান বলে কটূক্তি করে সংবাদ সম্মেলন করায় তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, তার বাবা একজন সহজ-সরল কৃষক ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। তাদের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ছিলো।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।