• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে ক্যান্সারে আক্রান্ত শিশু সাবিতকে বাঁচানোর আকুতি

শেরপুরের নকলা উপজেলায় মাত্র ২ বছরের শিশু সাবিত এর শরীরে বাসা বেঁধেছে ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সার। ছোট্ট বাচ্চাটি নিজেও জানেনা কতটা জটিল রুগে ভৃগছে সে। আর এ দিকে ব্যয়বহুল এই রোগের চিকিৎসা করাতে তার পরিবারের সদস্যরা ইতোমধ্যে খরচ করেছেন অন্তত তিন থেকে চার লাখ টাকা। ঋণের পাশাপাশি বিভিন্ন মানুষের সাহায্যে সাবিতের চিকিৎসা চালিয়ে নিলেও এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তারা।

সাবিত বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের চিকিৎসকের তত্বাবধানে রয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ সাবিতের পা অবশ হয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শেরপুর তারপর ময়মনসিংহ চিকিৎসকের নিকট নেয়া হলে তারা সঠিক রোগ নির্ণয়ে ব্যর্থ হয় পরবর্তীতে ঢাকাস্থ মহাখালী ক্যান্সার হাসপাতালে নেয়ার পর সকল পরীক্ষা নিরীক্ষা করে গত মার্চ মাসে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়ে স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে সাবিতের অসহায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা। সে নকলা পৌরসভার ৫ নং ওয়ার্ড বাজারদী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

তার বাবা দেলোয়ার হোসেন জানান, আমার একমাত্র ছেলে সন্তান সাবিতের শরীরে গত ৬ মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সে সময় থেকেই আমরা সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা করানোর সাধ্য আমাদের নেই।এমতাবস্থায় সমাজের বিত্তবানরা যদি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিক জীবন ফিরতে পারে আমার ছেলে।

সাবিতের কেমোথেরাপি, ব্লাড ও আনুষাঙ্গিক খরচসহ চিকিৎসায় ৫ লক্ষ টাকার বেশি প্রয়োজন। চিকিৎসকরা জানিয়েছেন নিয়মিত সাবিতের চিকিৎসা চালিয়ে যেতে হবে।

এ অবস্থায় তার মা হাছনাত জাহান মিষ্টি জানান, মানবিক সহায়তা পেলে সুস্থ জীবন ফিরে পেতে পারে আমার ছেলে। তাকে যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য (০১৩১৫৪৮৮০২৮ পার্সোনাল বিকাশ সাবিতের মা) এর নাম্বারে যোগাযোগ বা সাহায্য করে পরিবারটির পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।