• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ,যুবক কারাগারে

আদমদীঘিতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নয়ন চন্দ্র দাস নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়।

নয়ন চন্দ্র দাস উপজেলার তালশন পালপাড়ার অনিল চন্দ্র দাসের ছেলে। এর আগে বুধবার স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই গ্রামের জনৈক আচ্চু শেখের পরিত্যক্ত চাতালের ম্যানেজার রুমের দক্ষিন পাশে গলির ভেতরে ঘটনাটি ঘটে।

মামলা সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর বাবা পরিবার নিয়ে গত ১০ বছর ধরে তালশন গ্রামে পরিত্যক্ত ওই চাতালের ম্যানেজারের রুমে বসবাস করছিলেন। গত ৬ মাস আগে সেখান থেকে একই গ্রামে তার শ্বশুরের বাড়ীতে বসবাস শুরু করেন। তিনি বুধবার সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়ে অন্যের ধানের জমিতে স্প্রে করতে যান। এরপর দুপুর সাড়ে ১২ টায় বাড়ীতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এসময় পরিত্যক্ত ওই চাতালের গিয়ে দেখতে পান নয়ন কৌশলে চাতালের পরিত্যক্ত ঘরের বারান্দায় নিয়ে তার মেয়েকে ধর্ষণ করছে। নয়নকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।

পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় পরের দিন গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই সাথে গ্রেপ্তারকৃত নয়ন দাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।