• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

নতুন জাতের সুরভী-১ হাইব্রিড ধানের জাত উন্মোচন: বগুড়ায় বর্ণাঢ্য প্রচারণা

স্বল্প সময়ে অধিক ফলনের প্রতিশ্রুতিতে মাহিকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লি. কোম্পানীর মাধ্যমে বাংলাদেশের বাজারে সুপ্রীম সীড কোম্পানী নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন জাতের সুরভী-১ হাইব্রিড ধান।

গুণগত মানে যা সকলকে ছাড়িয়ে যাবে এবং তৃণমূলের কৃষক স্বল্প বিনিয়োগে অধিক লাভবান হবেন এমন নিশ্চয়তা দিচ্ছে সুরভী-১ ধানের আমদানিকারক প্রতিষ্ঠান।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরের পাঁচ তারকা হোটেল মম ইনের কনফারেন্স রুমে জমকালো আয়োজনে বীজ কোম্পানী, পরিবেশক ও খুচরা বিক্রেতা এবং কৃষকসহ সকল স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত সুরভী-১ এর নতুন প্যাক উন্মোচন অনুষ্ঠিত হয় যার মাধ্যমে সুপ্রীম সীড কোম্পানী বগুড়ায় তাদের এই নতুন পণ্য নিয়ে আকর্ষণীয় পন্থায় প্রচারণা চালায়।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে নতুন এই জাতের ধান সম্পর্কে বক্তব্য রাখেন সুপ্রীম সীড কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান মকফর উদ্দিন আকন্দ, ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম হুয়ায়ুন কবির, কোম্পানীর এনএসএম যথাক্রমে সিরাজ উল্লাহ ও আবু তাহের, সিনিয়র সেলস্ ম্যানেজার শামীম আহম্মেদ।

এছাড়াও মাহিকো ইন্টা: প্রাইভেট লি. এর পক্ষে বক্তব্য রাখেন ভারতে কর্মরত বিজনেস ইউনিট হেড যথাক্রমে চেতন জোশী এবং ড. মনোজ মেহতা, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ শন আগ্নিস এবং বাংলাদেশের অপারেশন হেড গোলাম মোস্তফা।

এছাড়াও অনুষ্ঠানে উক্ত নতুন জাতের ধান দিয়ে চাষ করে লাভবান হওয়া কৃষকদের মাঝে অনেকে বক্তব্য রাখেন। যাদের মাঝে নেত্রকোণার কৃষক মঞ্জু মিয়া বলেন, তিনি গত মৌসুমে তার ৮ একর জমিতে সুরভী-১ ধান লাগিয়ে প্রায় ৭‘শ মণ ধান পেয়েছেন যাতে তিনি পূর্বের থেকে অনেক বেশি লাভবান হয়েছেন। তিনি বলেন, উক্ত ধান স্বল্প জীবনকালের জাত তাই শস্যের আগাম ফলন হয়। এছাড়াও এর শীষের দৈর্ঘ্য অন্যান্য জাতের তুলনায় দীর্ঘ তাই দানাও বেশি। একই সাথে এই ধান বিএলবি ও বøাস্ট রোগ সহনশীল যা এর অন্যতম মুখ্য দিক। ভাত অত্যন্ত ঝরঝরে এবং সুস্বাদু হয় যাতে ফলন ও লাভ দুটোই বেশি পায় কৃষক।

এদিকে দেশের সর্বপ্রান্ত থেকে আগত সকল পরিবেশক ও কৃষকদের ভাল ফলন ও লাভের নিশ্চয়তা দিয়ে তাদের কাছে এই নতুন জাতের বীজ চাহিদামতো পৌঁছে দেওয়ার অঙ্গিকার করেন দেশের বৃহত্তম কৃষি বীজ কোম্পানীগুলোর একটি সুপ্রীম সীড কোম্পানী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।