• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় আইডিয়াল প্রিপারেটরী স্কুল চ্যাম্পিয়ন ॥

‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ড মাস্টার’-এমন শ্লোগানে শেরপুরে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শেষ হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৫ রাউন্ডের খেলায় পূর্ণ পয়েন্ট লাভ করে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে।

সরকারি ভিক্টোরিয়া একাডেমীর দুই দল ভিক্টোরিয়ানস-১ রানার আপ এবং ভিক্টোরিয়ানস-৩ তৃতীয় স্থান লাভ করেছে। খেলায় ১ নং বোর্ডে আইডিয়ালের সামিউর রহমান রিয়ান, ২ নং বোর্ডে ভিক্টোরিয়ান-১ দলের মাহমুদুল হাসান তুহিন, ৩ নং বোর্ডে আইডিয়ালের নাসিমুল হাসান নয়ন, ৪ নং বোর্ডে একই স্কুলের স্বাধীন সরকার, ৫ নং বোর্ডে নবারুণ পাবলিক স্কুলের কিয়াম ইসলাম ও ৬ নং বোর্ডে ভিক্টোরিয়ান-২ দলের আরিফুল ইসলাম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর জেলাপ্রশাসক সাহেলা আক্তার শেরপুর জেলায় তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রথমদিন অংশ গ্রহণকারী ক্ষুদে দাবাড়ুদের দাবা খেলার নিয়মাবলী এবং প্রতিযোগিতার নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কাউন্সিলর সাবেক খেলোয়াড় হাকিম বাবুল এবং রেটেড দাবা খেলোয়াড় মো. আ. রউফ আজিজ। পরবর্তীতে ৫ রাউন্ডের খেলা পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটার গোলাম সারোয়ার সুমন।

আবুলখায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘মার্কসঅ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস ২০২২’ নামে সারাদেশে প্রথমবারের মতো এ দলগত দাবা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর জেলায় ৯টি বিদ্যালয়ের ৭৮ জনক্ষুদে দাবা খেলোয়াড় স্কুল ভিত্তিক এ দলগত দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।