• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় শনিবার দুপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ‘মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, দাবা অতি প্রাচীন খেলা। এই খেলার মাধ্যমে বুদ্ধি ও মেধার বিকাশ ঘটে। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনের দিকে বেশি ঝুঁকে পড়েছে। পড়াশুনার পাশাপাশি সকল শিক্ষার্থীদের দাবা খেলার চর্চা বাড়াতে হবে। আশা করছি এই আয়োজনের মাধ্যমে তারা নতুন গ্র্যান্ডমাস্টার পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য রাখেন- বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা ও দাবা ফেডারেশনের আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ যথাক্রমে সুপার আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, শরাফত ইসলাম, হেলেনা আকতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, দাবা ফেডারেশনের শাহাদত হোসেন রত্নসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় জেলার ৩৫টি বিদ্যালয়ের ৮০টি দলের ৪৮০জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।