• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ম্যানেজিং কমিটির ৯টি সদস্য পদের মধ্যে ৫টিতে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকী ৪টি অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিজয়ী হয়েছেন অভিভাবক সদস্য মো. মিস্টার আলী (৯৪ ভোট), মো. শাজাহান মিয়া (৯৩ ভোট), মো. আব্দুল মুন্নাফ (৯২ ভোট) ও মো. রুস্তম আলী (৯০ ভোট)।

আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন আবু মো. ইমরানুজ্জামান সজীব (দাতা সদস্য), মোছা. রেনুকা বেগম (অভিভাবক সদস্য), মো. ফয়জুর রহমান (শিক্ষক সদস্য), মো. রকিবুল হাসান (শিক্ষক সদস্য) ও মোছা. তাছমিন (মহিলা শিক্ষক সদস্য)।

এ বিদ্যালয়ে প্রথমবারের মতো সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে ঘিরে মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উচ্ছাস লক্ষ্য করা গেছে। এদিকে দুপুরে নির্বাচন পর্যবেক্ষণে যান শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলসহ জেলা পর্যায়ে কর্মরত কয়েকজন গণমাধ্যমকর্মী। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া জানান, মুনশীরচর মতিজান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮০ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৬ জন। এর মধ্যে ৫টি ভোট নষ্ট হয়েছে। পরবর্তীতে নির্বাচিত সদস্যদের ভোটে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।