• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

শেরপুরে শিশু সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে

শেরপুরের শ্রীবরদীতে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ করেছে শিশুটির বাবা। শুক্রবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা না নেয়ার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।

গত তিন বছর আগে স্থানীয় আমিন মিয়ার সাথে রত্না আক্তারের বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিলো। শুক্রবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদে এ বিষয়ে একটি বৈঠকের আয়োজন করলেও আমিন মিয়ার পরিবার অনুপস্থিত ছিলো। আজ শনিবার তাদের দুজনের তালাকের কথা ছিলো।

এদিকে রাতে রত্না আক্তারের বাড়িতে গোয়াল ঘরে ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হলে দুইটি ঘর পুড়ে যায়। পরবর্তীতে গোয়াল ঘরে তাদের চার বছরের শিশু ইসমাঈলের মরদেহ পাওয়া যায়।

শিশুটির বাবা আমিন মিয়ার অভিযোগ,দাম্পত্য কলহের কারণে বাবার বাড়িতেই থাকতো রত্না। তালাকের পর যাতে কোন সমস্যা না হয়, এজন্য শিশুকে পুড়িয়ে মেরেছে শিশুটির মা রত্না আক্তার।

তবে অভিযোগ অস্বীকার করে রত্না বলেন, ভয় পেয়ে গোয়াল ঘরে পালানোর কারণেই মৃত্যু হয়েছে ইসমাইলের।

এদিকে পারিবারিক কলহ ও বৈঠকের বিষয়ে স্বীকার করে চেয়ারম্যান বলেন, মৃত্যুর বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হলেও বাবার অভিযোগ গ্রহণ করেনি পুলিশ।  তবে এ বিষয়ে ফোনে একাধিকবার কল করে ও থানায় গিয়েও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।