• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহে অপহৃত দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পিবিআই

ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পৃথক অভিযানে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করেছে। বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর ও বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে তারা ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ফুলবাড়িয়ার ভাটিপাড়া বালাশ্বর এলাকার স্কুল ছাত্রীকে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে সানোয়ার হোসেন নামীয়রা গত ২২/৫/২২ তারিখে স্কুলে যাওয়ার পথে সিএনজিযোগে অপহরণ করে তুলে নিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর মা সেলিনা আক্তার বাদী হয়ে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু দরখাস্তনং- ৮৪/২০২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ এ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্লাল মিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর থানার দক্ষিণ ধনুয়া নতুন বাজার প্রাইমারী স্কুল সংলগ্ন মোঃ চাঁন মিয়ার বাসায় ছানোয়ার হোসেনের হেফাজতে উদ্ধার করে।

অপরদিকে পুর্ব পাবিয়াজুড়ির অপহৃত রুনা আক্তারকে বৃহস্পতিবার ভোরে হালুয়াঘাট থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আরো বলেন, স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় মোঃ নাঈম তাকে নানাভাবে উত্যক্ত করাসহ প্রেম নিবেদন করত। নানা কৌশলে ব্যর্থ হয়ে নাঈম ক্ষিপ্ত হয়ে যায় এবং ছাত্রীকে অপহরণ করে নিয়ে বিবাহের হুমকি দেয়।

পরবর্তীতে ১৩/৪/২২ তারিখে নাঈম অন্যান্যদের সহযোগীতায় ছাত্রীকে জোরপূর্বক সিএনজি তুলে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় তার বাবা আব্দুল মালেক বাদী হয়ে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু দরখাস্ত নং-৬০/২০২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ এ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার হালুয়াঘাট এলাকা থেকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।