• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

সম্মিলিত সাংস্কৃতিক জোট শেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

হাজার বছরেরর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মডেল গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোট শেরপুর জেলা শাখার আয়োজনে সভা মডেল গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে উক্ত আলোচনা সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন জোটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান তপন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাতাবাহার খেলাঘর আসরের সাবেক সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া, বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রভাষক মলয় চাকী, অধ্যাপক দেবাশীষ দাস মিলন, প্রদীপ সাহা কার্তিক, দিপক দাম, শুভংকর সাহা প্রমুখ।

বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে আলোচনায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু ৭মার্চের ঐতিহাসিক ভাষণে যে তিনটি বিষয়ে মুক্তির কথা বলেছেন তারমধ্যে সাংস্কৃতিক মুক্তির কথাও বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন একটি জাতি সাংস্কৃতিক মুক্তি ছাড়া পরিপূর্ণ ও অসাম্প্রদায়িক এবং উন্নত জাতি হতে পারে না।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী সুতপা দত্ত লোনা, আব্দুল কাদের ও মমতাজ উদ্দিন। আলোচনা সভা পরিচালনা করেন জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।