• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় যাত্রা শুরু করলো ইমপালস্ হাসপাতাল

বগুড়ায় বেসরকারি চিকিৎসা সেবা আরো এক ধাপ এগিয়ে নিতে যাত্রা শুরু করলো ইমপালস্ হাসপাতাল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের ঠনঠনিয়া আইএইচটি লেন এলাকায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এ সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যক্ষ ডা: রেজাউল আলম জুয়েল, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয়, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌফিকুর রহমান ভান্ডারী বাপ্পী, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক,ডা: এস এম মিল্লাত হোসেন, ডা: মনিরুজ্জামান আশরাফ বিপুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, কাউন্সিলর আমিনুল ইসলাম, আব্দুল মতিন সরকার, এনামুল হক সুমন, রাজু হোসেন পাইকার, ডা: ফারুক হোসেন, ডা: আজিজুল হক, ডা: অসীম কুমার সাহা, ডা: মনোজ্ঞ চিত্রলেখা, ডা: সুরজিত সরকার তিতাস, ডা: রোকনুজ্জামান সোহাগ, ডা: শারমিন হোসেন মমি, ডা: রেজোয়ানুল হক সৈকত, ডা: ইমতিয়াজ, ডা: মোসলেম উদ্দিন হায়দার, ডা: আব্দুল হালিম, ডা: মোস্তফা মাহবুব মোর্শেদ, শাহীদুল ইসলাম সুইট, আব্দুল্লাহ আল নোমান ও আরমান কবীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন ডা: শফিক আমিন কাজল।

উল্লেখ্য, ইমপালস্ হাসপাতালে সার্জারী, গাইনী, মেডিসিন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখবেন। এছাড়া পুরুষ ও মহিলা সার্জন চিকিৎসক অপারেশন করবেন মর্মে জানান কর্তৃপক্ষ। এদিকে উদ্বোধন উপলক্ষে পুরো আগস্ট মাস জুড়ে ডা: শফিক আমিন কাজল (রোববার-বৃহস্পতিবার) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উক্ত হাসপাতালে বিনামূল্যে রোগী দেখবেন। এছাড়াও ডা: মোস্তফা মাহবুব মোর্শেদ বাত ও ব্যথাজনিত রোগীদের বিনামূল্যে (রোববার-বৃহস্পতিবার) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পুরো আগস্ট মাসজুড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।